
ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তার জন্য হটলাইন চালু করেছে তেহারানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
রোববার (১৫ জুন) দূতাবাস এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা ও দ্রুত সহায়তা নিশ্চিত করতে এই হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বরের মাধ্যমে জরুরি প্রয়োজনে সরাসরি ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে।
হটলাইন নম্বর:
📞 +৯৮৯৯০৮৫৭৭৩৬৮
📞 +৯৮৯১২২০৬৫৭৪৫
ইরানে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের উক্ত নম্বরগুলোর মাধ্যমে দূতাবাসের সঙ্গে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, হটলাইন নম্বরগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া হবে।