আন্তর্জাতিক খবর

“ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত দুই শতাধিক”

তাসনিম নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২০০ জনের বেশি ইসরায়েলি নিহত অথবা আহত হয়ে থাকতে পারেন। এই হামলা শনিবার রাত ও রোববার ভোরের দিকে চালানো হয়।

হামলার লক্ষ্যবস্তু ছিল তেল আবিবের দক্ষিণাঞ্চলীয় শহর বাত ইয়াম এবং রেহবত। ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

হতাহতের সঠিক সংখ্যা নিয়ে ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে।

কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় ৯ জন নিহত এবং ২০৭ জন আহত হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ দাবি করেছে, আহতের সংখ্যা বেড়ে ২৪০ জন-এ দাঁড়িয়েছে এবং অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।

আরও একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, বাত ইয়ামে অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছেন।

ইসরায়েল পরিচালিত একটি রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, বাত ইয়াম শহরে ইরানি হামলায় ডজন খানেক ঘরবাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিবেও বেশ কয়েকটি স্থাপনায় বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button