আন্তর্জাতিক খবর

“ইসরায়েল পারমাণবিক হামলা চালালে পাকিস্তানও চালাবে”

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর শীর্ষ কর্মকর্তা ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্য জেনারেল মোহসেন রেজায়ি দাবি করেছেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে পাকিস্তানও পারমাণবিক জবাব দেবে।

রোববার (১৫ জুন) ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে রেজায়ি বলেন, “পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে—ইসরায়েল পারমাণবিক বোমা ব্যবহার করলে, তারাও পারমাণবিক হামলা চালাবে।”

রেজায়ির এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন ইসরায়েল ও ইরান একে অপরের বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। সংঘাতের চতুর্থ দিনে এখন পর্যন্ত দুই দেশে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৮ জনে—এর মধ্যে ইরানে ২৩০ জন এবং ইসরায়েলে ১৮ জন।

রেজায়ি আরও বলেন, “পাকিস্তান আমাদের পাশে রয়েছে এবং মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।” তিনি দাবি করেন, ইরানের হাতে এখনো প্রকাশ না করা কিছু ‘গোপন সামরিক সক্ষমতা’ রয়েছে, যা প্রয়োজনে ব্যবহার করা হতে পারে।

পরমাণু অস্ত্র নির্মূল বিষয়ক আন্তর্জাতিক সংগঠন আইক্যান-এর তথ্যমতে, ইসরায়েল ও পাকিস্তান—উভয়ই পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র। তবে পাকিস্তান সরকার এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

বিশ্লেষকরা বলছেন, মোহসেন রেজায়ির মন্তব্যকে বাস্তব হুমকি হিসেবে না দেখে কূটনৈতিক বার্তা হিসেবেই দেখা উচিত। মধ্যপ্রাচ্যে এই সংঘাত ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো বৈশ্বিক পরাশক্তির নজর কেড়েছে।

এর আগে পাকিস্তান কেবল কূটনৈতিকভাবে ইরানের প্রতি সমর্থন জানিয়েছিল, তবে সরাসরি পারমাণবিক হামলার হুমকির কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এই বিভাগের অন্য খবর

Back to top button