
করোনা ও ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণের প্রেক্ষাপটে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষায় কেন্দ্রগুলোতে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার (১৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় এ নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়,
পরীক্ষার্থীদেরসহ সংশ্লিষ্ট সবাইকে কেন্দ্র প্রবেশের সময় মাস্ক পরতে হবে।
প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্র ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং পরীক্ষা শুরুর আগে মশা নিধনের স্প্রে করতে হবে।
স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিতে হবে।
এছাড়া,
আসন বিন্যাস বোর্ডের নির্দেশনা অনুযায়ী করতে হবে।
প্রতিটি কেন্দ্রে মেডিকেল টিম সচল রাখতে হবে এবং সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে।
জনসমাগম এড়াতে কেন্দ্রের বাইরে অভিভাবকদের জটলা নিষিদ্ধ এবং প্রচার চালাতে হবে।
স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার নিয়েও শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৬ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে চলবে ১০ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা হবে ১১-২১ আগস্ট।