আবহাওয়া

ধেয়ে আসছে ‘রিমঝিম’

দেশজুড়ে কয়েকদিন ধরে তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবনে কিছুটা স্বস্তির আভাস মিলেছে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়, যার নাম দেওয়া হয়েছে ‘রিমঝিম’।

রোববার (১৫ জুন) রাতে নিজেদের ফেসবুক পেজে বিডব্লিউওটি জানায়, ‘রিমঝিম’ একটি পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টিবলয় এবং এটি চলতি বছরের ষষ্ঠ বৃষ্টিবলয় ও দ্বিতীয় মৌসুমি বলয়। এটি ১৬ জুন উপকূলীয় এলাকা দিয়ে দেশে প্রবেশ করে ২৮ জুনের মধ্যে সিলেট ও চট্টগ্রাম হয়ে দেশ ত্যাগ করতে পারে।

এ সময় দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে ‘রিমঝিম’-এর প্রভাব সবচেয়ে বেশি থাকবে। এছাড়া রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগেও এটি সক্রিয় থাকবে। খুলনা ও রাজশাহী বিভাগেও মাঝারি প্রভাব দেখা যেতে পারে।

তবে, অতিবৃষ্টির কারণে রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে। কালবৈশাখীর সম্ভাবনা না থাকলেও বজ্রপাত হতে পারে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং মৌসুমি বায়ুর প্রভাবে সাগর থাকবে কিছুটা উত্তাল।

বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, ‘রিমঝিম’-এর প্রভাবে চলমান গরমের পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button