বগুড়া জেলা
ট্রেন্ডিং

বগুড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

বগুড়ায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ আব্দুর রহিম নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (১৫ জুন) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে শহরের নিশিন্দারা চকর পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার বাড়ি থেকে আমেরিকান একটি পিস্তল, ২ রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি বগুড়ার ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহারের নেতৃত্বে এসআই আরিফুল রহমানসহ একটি টিম অভিযানে অংশ নেয়। অভিযানে আব্দুর রহিমকে গ্রেফতারের পর তার দেখানো মতে শয়ন ঘরের খাটের তোষকের নিচ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

ডিবি জানায়, গ্রেফতার হওয়া আব্দুর রহিম বগুড়ার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button