খেলাধুলাফুটবল

হাসপাতালে ভর্তি কিলিয়ান এমবাপে

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে গুরুতর গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, এমবাপের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন এমবাপে। গ্যাস্ট্রোএন্টেরাইটিসে সাধারণত হঠাৎ বমি, পেটব্যথা, ডায়রিয়া এবং শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে। যদিও ক্লাব বিস্তারিত কিছু জানায়নি, তবে ক্লাব বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার খেলা এখন বড় ধরনের শঙ্কার মুখে।

রিয়াল মাদ্রিদের বিবৃতিতে বলা হয়, “আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপে তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত। প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।”

এর আগে সৌদি ক্লাব আল-হিলালের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে এমবাপের খেলা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এবার তার শারীরিক অবস্থা ঘিরে উদ্বেগ আরও বেড়েছে ক্লাব ও সমর্থকদের মধ্যে।

এই বিভাগের অন্য খবর

Back to top button