জাতীয়
ট্রেন্ডিং

বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই ভারত ফেনসিডিল তৈরি করে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই ভারত ফেনসিডিল তৈরি করে—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “দেশে মাদক প্রবেশের প্রধান উৎস ভারত ও মিয়ানমার। ভারত থেকে ফেনসিডিল এবং মিয়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ইয়াবা প্রবেশ করে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “দুইটি বিষয় এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি—দুর্নীতি ও মাদক। এই দুটি সমস্যার সমাধানে সরকার নানামুখী পদক্ষেপ নিচ্ছে।”

ফেনসিডিল ও ইয়াবা প্রবেশ রোধে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button