
শেষ হলো ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব। বৃহস্পতিবার ‘এইচ’ গ্রুপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের মাধ্যমে নির্ধারিত হলো শেষ ষোলোয় কে কার মুখোমুখি হচ্ছে। সালজবুর্গকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ।
ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রিয়ার ক্লাব সালজবুর্গকে ৩-০ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে দুই গোল এবং দ্বিতীয়ার্ধে একটি গোল করে দারুণ জয় তুলে নেয় ইউরোপের সফলতম ক্লাবটি। রিয়ালের হয়ে গোল করেন ভিনিসিউস জুনিয়র, ফেদেরিকো ভালভার্দে ও গঞ্জালো গার্সিয়া।
তবে ফলাফল যতই একপাক্ষিক হোক, ম্যাচের মাঠে সালজবুর্গ লড়েছে সমানে সমান। জয়ের আশা না হারিয়ে শেষ পর্যন্ত লড়েছে তারা। যদিও শেষ ষোলোতে যেতে হলে তাদের দরকার ছিল অনেক হিসাবনিকাশের মিলে যাওয়া, যা হয়নি। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে সালজবুর্গ।
অন্যদিকে, সৌদি ক্লাব আল হিলাল ২-০ গোলে হারিয়েছে মেক্সিকান ক্লাব পাচুকাকে। হিলালের হয়ে একটি করে গোল করেন সালেম আল-দাওসারি ও মার্কোস লিওনার্দো। এই জয়ের মাধ্যমে তারা নিশ্চিত করেছে নকআউট পর্বে জায়গা।
শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হবে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। আর আল হিলাল খেলবে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির বিপক্ষে—যেখানে উত্তেজনা থাকবে তুঙ্গে।