বিএনপিরাজনীতি
ট্রেন্ডিং

‘গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে’: খালেদা জিয়া

দীর্ঘ ১৬ বছর ধরে নিপীড়ন, গ্রেপ্তার ও হত্যার মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে আওয়ামী সরকার—এ অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মঙ্গলবার (১ জুলাই) গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়া বলেন, “ছাত্র-জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এই আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

তিনি বলেন, যারা গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন, তাদের তালিকা তৈরি করতে হবে। পাশাপাশি দ্রুত বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন আরও বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, কর্মসংস্থান তৈরি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের দ্রুত কাজ করতে হবে।”

এই বিভাগের অন্য খবর

Back to top button