বগুড়া জেলা
ট্রেন্ডিং

বগুড়া পৌরসভার নতুন বাজেট, জুলাইয়ের শহীদদের জন্য তৈরি হবে স্মৃতিস্তম্ভ

নিজস্ব প্রতিবেদক: জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে স্মৃতিস্তম্ভ করবে বগুড়া পৌরসভা। এছাড়া নতুন বাজেটে বগুড়া পৌরসভার অবকাঠামো উন্নয়নে ৩৫ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে বগুড়া পৌরসভার সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণায় এ কথা জানান পৌর প্রশাসক মাসুম আলী বেগ।
ওইদিন দেশের সর্ববৃহৎ বগুড়া পৌরসভার জন্য ৪০২ কোটি ৪ লাখ ১৭ হাজার ৬৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়।

বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরও ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাজাহান আলম, পৌর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল, হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেন, পৌরসভার সাবেক কাউন্সিলরবৃন্দ, গণমাধ্যম কর্মী, সাধারণ নাগরিক, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক জানান, মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের অবদান স্মরণীয় করে রাখতে পৌর এডওয়ার্ড পার্কে নির্মিত স্বাধীনতা চত্ত্বর আগামী অর্থবছরে জনসাধারনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং ২০২৪ এ বৈষম্যবিরোধী আন্দোলনে বগুড়া পৌর এলাকায় যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে নামকরণসহ শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

চলতি বাজেটে পৌর উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে মাসুম আলী বেগ বলেন, আগামী অর্থবছরে বগুড়া পৌরসভার অবকাঠামো উন্নয়নে নিজস্ব তহবিল থেকে ৩৫ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে।

২০২৫-২০২৬ অর্থবছরে শহরের উন্মুক্ত ড্রেনসমূহের উপরে স্লাব নির্মাণসহ জনসাধরনের পায়ে চলার সুবিধার্থে ফুটপাত নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। পৌরবাসীর বিনোদনের জন্য পৌরসভার ঐতিহ্যবাহী পৌর এডওয়ার্ড পার্কটি কোভিড-১৯ প্রকল্পের আওতায় আধুনিকায়নের কাজ চলছে।

পৌরসভার নতুন বাজেট থেকে জানা যায়, চলতি অর্থবছরে শিক্ষার্থী ছাউনী নির্মাণের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। গরিব ও মেধাবী ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষা সহায়তা হিসাবে অনুদান প্রদানের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাবলিক টয়লেট নির্মাণ শহরের কেন্দ্রস্থল সাতমাথায় একটি আধুনিক টয়লেট নির্মাণসহ শহরের জনবহুল স্থানে উন্নতমানের পাবলিক টয়লেট নির্মাণ করার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button