এমপিওভুক্ত হচ্ছেন বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স শিক্ষকেরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে কর্মরত স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর (অনার্স-মাস্টার্স) কোর্সের শিক্ষকরা অবশেষে এমপিওভুক্ত হতে যাচ্ছেন। দীর্ঘ ৩২ বছর পর এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সের শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এ জন্য প্রস্তাবনা পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ে। অনুমোদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মো. জমির হোসেন বলেন, দেশের ৪৯৫টি কলেজে প্রায় ৩ হাজার ৫০০ শিক্ষক রয়েছেন, যারা ১৯৯২ সাল থেকে কোনো বেতন-ভাতা ছাড়াই শিক্ষকতা করছেন। একই প্রতিষ্ঠানে এইচএসসি ও ডিগ্রি পাস কোর্সের শিক্ষকরা এমপিওভুক্ত হলেও তারা থেকে গেছেন বঞ্চিত।
তিনি আরও জানান, মাত্র ১১১ কোটি টাকায় এই শিক্ষকদের এমপিওভুক্ত করা সম্ভব। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা মানবিক বিবেচনায় ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব তাজকির উজ জামান বলেন, এমপিওর জন্য ১১২ কোটি টাকা অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠানো হবে। অনুমোদন মিললেই কার্যক্রম শুরু হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, এনটিআরসিএ চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বঞ্চিত শিক্ষকেরা।