
অসুস্থতার কারণে গ্রুপ পর্বের কোনও ম্যাচেই মাঠে নামা হয়নি কিলিয়ান এমবাপ্পের। তবে মঙ্গলবার ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোয় জুভেন্টাসের বিপক্ষে অবশেষে অভিষেক হলো ফরাসি তারকার। যদিও প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি তিনি। বদলি হিসেবে নামা এমবাপ্পে গোল না পেলেও রিয়াল মাদ্রিদ ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে নেয়।
হার্ড রক স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন এমবাপ্পে। তার উপস্থিতিতে গ্যালারিতে উচ্ছ্বাস দেখা গেলেও সতীর্থদের কাছ থেকে সঠিক বল না পেয়ে অভিষেক ম্যাচে গোল পাননি বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
জুভেন্টাস ম্যাচের শুরুতে কিছু সুযোগ তৈরি করলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জাবি আলোনসোর দল ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। তবে ইতালিয়ান ক্লাবটির গোলরক্ষক মিচেল ডি গ্রেগরিওর দুর্দান্ত পারফরম্যান্সে বড় ব্যবধানে হার এড়ায় তারা।
ম্যাচের একমাত্র গোলটি আসে ৫৪ মিনিটে। ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের ক্রসে হেড করে গোল করেন রিয়াল একাডেমি পণ্য গনসালো গার্সিয়া, যেটি টুর্নামেন্টে তার তৃতীয় গোল।
প্রথমার্ধে জুড বেলিংহাম ও ফেদেরিকো ভালভের্দের শট ঠেকিয়ে দেন ডি গ্রেগরিও। দ্বিতীয়ার্ধেও ডিন হুইসেন ও ভালভের্দের বাইসাইকেল কিক ফিরিয়ে দেন এই ইতালিয়ান গোলরক্ষক। তবে আক্রমণভাগের ব্যর্থতায় ম্যাচে ফেরার সুযোগ পায়নি জুভেন্টাস।
কোয়ার্টার ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড অথবা মেক্সিকান ক্লাব মন্টেরি।