
বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে ৩নং ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান মিজান ওরফে মাসুম (৬৩) গ্রেফতার হয়েছেন।
গতকাল রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে নন্দীগ্রাম থানা পুলিশ তার নিজ বাড়ি দমদমা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি মৃত আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় দায়েরকৃত মামলা নং-১০, তারিখ-২৭/০১/২০২৫, ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/১১৪/৩৪ দণ্ডবিধি ও ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।
আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার সংশ্লিষ্ট কর্মকর্তা।