ধুনট উপজেলা
ট্রেন্ডিং

গাজীপুরে সড়ক দুর্ঘটনা: বগুড়ার একই পরিবারের ৩ সদস্যসহ নিহত ৪

গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বগুড়ার ধুনট উপজেলার একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার ছবেদ আলীর ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৭), তার স্ত্রী নাসরিন আক্তার (৩২) এবং তাদের একমাত্র সন্তান আবু হুরাইরা (১০)। একই দুর্ঘটনায় গাজীপুরের মাওনার কেউরা এলাকার শফিকুল ইসলাম (৫৫) নামের আরও একজন নিহত হন।

জানা গেছে, মাওনা থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথে বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল ও তার ছেলে হুরাইরা মারা যান। গুরুতর আহত অবস্থায় জাহিদের স্ত্রী নাসরিন আক্তার ও শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, মরদেহগুলো উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং দুর্ঘটনা নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই বিভাগের অন্য খবর

Back to top button