বগুড়া জেলা
ট্রেন্ডিং

জুলাই শহীদদের স্মরণে বগুড়ায় বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বগুড়া জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে ‘এক শহীদ, এক বৃক্ষ’কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শনিবার (১৯ জুলাই) বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, শহীদদের স্মরণ মানেই শুধু অতীতকে মনে রাখা নয়, বরং তা হলো ভবিষ্যতের জন্য শিক্ষালাভ। শহীদের নামে গাছ লাগানোর এই উদ্যোগ পরিবেশ ও মানবিক চেতনার এক অপূর্ব মিলন।

পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, জুলাই শহীদরা এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় জীবন দিয়েছিলেন। তাদের স্মরণে গাছ রোপণ সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতারও প্রতীক।

‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় শহীদদের স্মরণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। এর মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন তারা। পরে এক হৃদয়গ্রাহী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button