বগুড়ায় ট্রাকচাপায় এক অটোভ্যান চালক নিহত

বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় আব্দুল বারী (৬০) নামের এক বৃদ্ধ অটোভ্যান চালক নিহত হয়েছে।

১৯শে মার্চ (রোববার) দুপুর ২টায় উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুল বারী মোকামতলা ইউনিয়নের ভাগকোলা পূর্বপাড়া গ্রামের মৃত ফয়েজ কাজীর ছেলে।

ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-১৮৮৫) জব্দ ও চালক আব্দুস সালাম (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁচছিড়া গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে।

পুলিশ জানান, রোববার দুপুরে মালবোঝাই ট্রাক বগুড়া থেকে রংপুর দিকে যাচ্ছিলো। পুলিশ তদন্ত কেন্দ্রের সামনের ফ্লাইওভারের নিচ থেকে অটোভ্যান মহাসড়কে উঠার সময় ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক বারী নিহত হন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবাল বলেন, দুর্ঘটনার পরেই ট্রাক জব্দ ও চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এ আর)

বগুড়ায় দেবরের লাঠির আঘাতে ভাবীর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে দেবরের লাঠির আঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

১১ই মার্চ (শনিবার) দিবাগত রাত ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত গৃহবধূর নাম আশরাফুন বেগম। তিনি শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের তাল পুকুর সোনারপাড়া গ্রামের মাদরাসা শিক্ষক আমজাদ হোসেনের স্ত্রী।

জানা যায়, আমজাদ হোসেন ও তার ছোট ভাই আফজাল হোসেনের দীর্ঘদিন জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার আশরাফুন বেগম আফজালের ঘরের টিনের সাথে বাঁশের খড়ি(লাকড়ি) রোদে শুকাতে যায়। বিকাল ৫টার দিকে এই নিয়ে আফজাল ক্ষিপ্ত হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আফজাল হোসেন লাঠি দিয়ে ভাবি আশরাফুনের মাথায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়েন। এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করে দেন। রাত আনুমানিক ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মঞ্জুরুল আলম বলেন, রবিবার বিকালে ময়নাতদন্ত শেষে লাশ দাফন সম্পন্ন হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এ আর)

মহাস্থানে কটকটির দোকানে অভিযান, জরিমানা ৩২ হাজার টাকা

বগুড়ায় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযান পরিচালনা করেছেন।

৬ই মার্চ (সোমবার) দুপুর ১২টায় শিবগঞ্জ মহাস্থান বাজারে এই অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রাসেল কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করেছেন।

জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাজারে কটকটি দোকানসমূহে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৬ টি কটকটি বিক্রয় দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদউত্তীর্ণ পানিয় বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মিলন কটকটিকে ৫০০০, জিন্নাহর স্পেশাল কটকটিকে ৫০০০, লালমিয়া কটকটি ঘরকে ৫০০০, নাসির কটকটি ঘরকে ৭,০০০, নাসির কটকটি ভান্ডার-২কে ৫০০০, মহাস্থান কটকটি ভান্ডারকে ৫০০০, সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা করেছেন। এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিস এবং জেলা পুলিশের একটি চৌকশ দল সহযোগীতা করেন।

(এ আর)

বগুড়ায় বাসের ধাক্কায় অটোভ্যানের এক যাত্রী নিহত, আহত ৩

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারী চালিতো অটোভ্যানের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যান চালকসহ আরও ৩ জন।

নিহত ব্যক্তি বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের নাগরকান্দি গ্রামের বাবু সরকার (৬০)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৪টায় চন্ডিহারা নাগরকান্দি বন্দর থেকে ১ টি ব্যাটারী চালিত অটোভ্যান ৪ যাত্রী সহ মহাস্থানগড় দিকে যাচ্ছিল। পথে (ঢাকা-রংপুর) মহাসড়কের হাতিবান্দা নামক স্থানে পৌছিলে রংপুর দিক থেকে আসা বগুড়াগামী ১ টি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে এসে অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবু সরকারের মৃত্যু হয়।

নিহত বাবু পেশায় একজন কৃষক। জমির সার কিনতে মহাস্থানে আসার পথে এই সড়ক দুর্ঘটনায় নিহত হয় সে।


বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগী (হেলপার) পলাতক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(এ আর)

বগুড়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে হামলা, আটক ৪

বগুড়ার শিবগঞ্জে সৌদি প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদ করায় শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে মারপিট করে প্রতিপক্ষ। এ সময় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা।

মামলা সূত্রে জানা যায়, দেউলী ইউনিয়নের মধুপুর গ্রামের গৃহবধূ (৩২) এর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে থাকেন। এ সুযোগে গৃহবধূর উপর কুনজর পড়ে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য আনারুলের। কিছুদিন পূর্বে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনার শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি প্রতিবাদ করেছেন। তিনি দেউলী ইউনিয়ন আওয়ামী লীগ প্রচার সম্পাদক।
ফেব্রুয়ারী সাবেক ইউপি সদস্যর সমর্থকরা হঠাৎ করে তার বাড়ির সামনে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের মারপিটে শহিদুল ইসলামের হাত, পা ভেঙ্গে ফেলে এবং দু’চোখে আঘাত করে গুরুত্বর আহত করে। বর্তমানে তিনি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, শাহিদুল ইসলাম গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারুল ইসলাম এর বিপক্ষে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার কারণে তাদের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। মামলার প্রধান আসামী সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

(এ আর)

বগুড়ায় গলায় ওড়না পেঁচানো গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে গলায় ওড়না পেঁচানো সালমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩ টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা এলাকা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত সালমা বেগম শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের চালুঞ্জা এলাকার আব্দুল মান্নান শেখের স্ত্রী। সালমা বেগম দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিলেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম জানান, পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় ইউডি মামলার প্রস্তুতি চলছে।

বগুড়ায় এক ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শিবগঞ্জে আব্দুল মোমিন (২৮) নামের এক ফায়ার সার্ভিস কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার উপজেলার মোকামতলা ইউনিয়নের হরিপুর গ্রামে দুপুর সাড়ে ১২ টার দিকে শয়ন ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মোমিন ওই গ্রামের মওলানা মোজ্জামেল হকের ছেলে।

জানা গেছে, মোমিন সর্বশেষ ঠাঁকুরগাও এ কর্মরত ছিলেন। তবে সম্প্রতি কিছু অভিযোগের প্রেক্ষিতে তারকে সাময়িক বরখাস্ত রাখা হয়েছিল।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) আশিক ইকবাল জানান, মোমিনের মরদেহ তার নিজ শয়ন ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহটি শজিমেক হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
 

বগুড়ায় পিকনিকের বাস খাদে পড়ে আহত ২৫

বগুড়ায় পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার আহত হয়েছেন অন্তত ২৫জন।

আহতরা সবাই ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের অটোরিকশা চালক সমিতির সদস্য। তারা সবাই দিনাজপুরের স্বপ্নপুরী থেকে পিকনিক শেষে বগুড়ায় ফিরছিলেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জের রংপুর মহাসড়কের পাকুরতলা নির্মাণধীন ফ্লাইওভারের পাশে এ দূর্ঘটনা ঘটে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল জানান, ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের অটোরিকশা চালক সমিতির সদস্যরা দিনাজপুরের স্বপ্নপুরী পিকনিক থেকে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসা থাকা অন্তত ২৫জন গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এসএ

বগুড়ায় অটোভ্যান চাপায় শিশুর মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে অটোভ্যানের চাপায় সৌরভ মিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু সৌরভ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেশরীপুর গ্রামের সাজু মিয়ার ছেলে।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়গুলো নিশ্চিত করেছেন সৈয়দপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য তানভীরুল ইসলাম শাহীন।

জানা যায, অটোভ্যান চালক জগনাথপুর থেকে খেরুয়াপাড়া দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সৌরভ তার বাড়ির সামনে থাকা সড়কে দৌড় দিলে ভ্যানের চাকা তার পেটের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় সৌরভের পরিবার থেকে কোন অভিযোগ জানায়নি। জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

এসএ

বগুড়ায় পুরুষাঙ্গ কেটে আওয়ামী লীগ নেতাকে হত্যা

বগুড়ার শিবগঞ্জে ধর্ষণচেষ্টার সময় পুরুষাঙ্গ কেটে এরশাদুল ইসলাম নামে এক আওয়ামী লীগ নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার কিচক ইউনিয়নের মাদারগাছি গ্রামের এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন মৃত্যু হয় এরশাদুল ইসলামের।

নিহত এরশাদুল ইসলাম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

আটক গৃহবধূ ওই এলাকার রুবেল মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে ফেব্রুয়ারি মাসে এরশাদুলের বিরুদ্ধে তারই প্রতিবেশী ওই গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলা ছিল।

এ ঘটনায় এরশাদুল কারাগারে ছিলেন। তিন মাস আগে তিনি জামিনে বের হন। এলাকায় এসে আবার ওই গৃহবধূকে উত্ত্যক্ত করতে থাকেন এরশাদুল। এক পর্যায়ে সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে ওই নারীর বাসায় দিয়ে ধর্ষণের চেষ্টা করলে ব্লেড দিয়ে এরশাদুলের পুরুষাঙ্গ কেটে দেন তিনি।

আটক গৃহবধূর স্বামী রুবেল মিয়া বলেন, এরশাদুল জামিনে বের হয়ে আমার স্ত্রীকে আবারও উত্ত্যক্ত করতে থাকেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আমি বাজারে গেলে এরশাদুল বাড়িতে এসে আমার স্ত্রীকে আবারও ধর্ষণের চেষ্টা করে। এ সময় আমার স্ত্রী ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ অঙ্গ কেটে দেয়। এরপর পুলিশ এসে আমার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে।

ছিলিমপুর হাসপাতাল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, এরশাদুলকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, মৃত্যুর খবর পেয়ে অভিযুক্ত ওই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।