বিনোদন

শাকিব খানের প্রতি মিনিট সময়ের দাম পৌনে দুই লাখ টাকা!

ঢালিউড সুপারস্টার শাকিব খান মানেই খবরের শিরোনাম। গত শুক্রবার রাজধানীর বনানীতে এক আন্তর্জাতিক এক্সেসরিজ ব্র্যান্ডের নতুন শোরুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। তবে তার এই সংক্ষিপ্ত উপস্থিতির চেয়েও বড় আলোচনার জন্ম দিয়েছে পারিশ্রমিকের অঙ্ক।

সামাজিক মাধ্যমে গুঞ্জন উঠেছে—এই আয়োজনে মাত্র ২০ মিনিটের উপস্থিতির জন্য শাকিব খান নিয়েছেন ৩৫ লাখ টাকা। যদি এ তথ্য সত্য হয়, তবে প্রতি মিনিটে তার পারিশ্রমিক দাঁড়ায় প্রায় পৌনে দুই লাখ টাকা।

অল্প সময়ের এই উপস্থিতি এবং বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা চলছে। বিষয়টি নিয়ে জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া ফেসবুকে লিখেছেন, “বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছেন ২০ মিনিট, পেমেন্ট নিয়েছেন ৩৫ লাখ। কাজটি ছিল একটি ব্র্যান্ড প্রোমোশন, কিন্তু কোথাও সেই ব্র্যান্ডের নাম বা ট্যাগ দেখা যায়নি। সবাই শুধু তার গোঁফ ও লুক নিয়েই ব্যস্ত ছিল—ইন্টারেস্টিং। কোন এজেন্সি করেছে এই ইভেন্ট ম্যানেজমেন্ট?”

শনিবার (৮ নভেম্বর) দুপুরে শাকিব খান নিজ ফেসবুক পেজে বনানীর সেই ইভেন্টের কয়েকটি ছবি পোস্ট করেছেন। তবে ৩৫ লাখ টাকার পারিশ্রমিকের বিষয়টি তার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন ‘সোলজার’ চলচ্চিত্রের কাজ নিয়ে। সাকিব ফাহাদ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button