বিনোদন

ছাগলের ৩ নাম্বার বাচ্চা থেকে নায়ক হয়েছি: আরিফিন শুভ

দেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ নিজের ক্যারিয়ারের শুরুটা নিয়ে স্মৃতিচারণ করেছেন। সম্প্রতি মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানির সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, অভিনয়ে আসার আগে প্রডাকশনে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন তিনি।

মজার ছলে শুভ বলেন, “একসময় আমি প্রডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করতাম। মানে এই পানি দে, এই আর্টিস্টের স্যান্ডেল মোছ—এগুলো করতাম। ওটা ছিল একটা বিজ্ঞাপনের কাজ। সেই বিজ্ঞাপনে ডন ছিলেন মডেল, আর আমি ছিলাম প্রডাকশনের ছাগলের তিন নাম্বার বাচ্চা। কিন্তু লাইফের সাইকেল এমনই—আমার স্বপ্নটা বড় ছিল, তাই আজ আমি নায়ক হয়েছি।”

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা আরিফিন শুভ নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটে তার। এরপর ধারাবাহিকভাবে একাধিক সফল সিনেমায় অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের শীর্ষ অভিনেতাদের একজন হিসেবে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button