বিনোদন

রাশমিকা মান্দানার বক্তব্যে তোলপাড়: ‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’ মন্তব্যে বিতর্ক

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডেও শক্ত অবস্থান তৈরি করেছেন। তবে এবার তিনি আলোচনায় এসেছেন ভিন্ন কারণে।

সম্প্রতি অভিনেতা জগপতি বাবুর জি ফাইভ টক শো ‘জয়ম্মু নিশ্চায়াম্মু রা’-তে অংশ নিয়ে ঋতুস্রাব (পিরিয়ড) নিয়ে বক্তব্য দেন রাশমিকা। সেখানে তিনি বলেন, ‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত, যাতে নারীরা মাসের এই দিনগুলোতে যে তীব্র যন্ত্রণা সহ্য করেন, তা পুরুষরাও অনুভব করতে পারেন।’

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক বিতর্ক। কেউ রাশমিকাকে নারী-পুরুষ সমতার পক্ষে সাহসী বক্তব্য দেওয়ার জন্য প্রশংসা করেছেন, আবার অনেকে সমালোচনায় মুখর হয়েছেন।

সমালোচনার মুখে সম্প্রতি নিজের হতাশার কথা জানিয়েছেন রাশমিকা। এক ভক্ত যখন ‘এক্স’ (পূর্বে টুইটার)-এ ওই শোয়ের একটি ক্লিপ শেয়ার করে তাঁর বক্তব্যের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করার চেষ্টা করেন, তখন অভিনেত্রী মন্তব্য করেন,
‘এবং এটি নিয়ে কেউ কথা বলবে না। এখন শো বা ইন্টারভিউতে যাওয়া নিয়ে ভয় লাগে, কারণ আমি যা বলতে চাই তা সম্পূর্ণরূপে অন্যভাবে নেওয়া হয়।’

তথ্যসূত্র: ইত্তেফাক

এই বিভাগের অন্য খবর

Back to top button