দিল্লিতে বিস্ফোরণ: ১৩ নিহত, ভারতজুড়ে সতর্কতা জারি

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছেই ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং আরও ২৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর রাজধানীসহ সারা দেশে জারি করা হয়েছে সতর্কতা।
সোমবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে লাল কেল্লার সামনে চাঁদনী চক মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে পার্ক করা একটি গাড়িতে এই বিস্ফোরণ ঘটে। প্রচণ্ড শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছে যায় ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ), কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ, জাতীয় নিরাপত্তা রক্ষী (এনএসজি) ও স্থানীয় পুলিশ। এলাকা ঘিরে চলছে তদন্ত ও উদ্ধারকাজ।
দিল্লি পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি ছিল অত্যন্ত শক্তিশালী। এতে আশপাশের তিন-চারটি গাড়িতে আগুন ধরে যায় এবং অন্তত ২২টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপে পরিণত একাধিক গাড়ি, ভাঙা কাঁচের টুকরো এবং ছিন্নভিন্ন মরদেহ রাস্তায় পড়ে আছে।
লোক নায়ক জয়প্রকাশ (এলএনজেপি) হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত হয়েছেন ১৩ জন এবং চিকিৎসাধীন রয়েছেন আরও ২৪ জন। ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে অন্তত ২০টি দমকলের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিস্ফোরণটি একটি হুন্ডাই আই২০ গাড়িতে ঘটে। আহত অটোচালক জিশান বলেন, “আমার সামনের গাড়িটা হঠাৎ বিস্ফোরিত হলো। আমি জানি না এতে কী ছিল—বোমা নাকি অন্য কিছু।”
আরেক প্রত্যক্ষদর্শী জানান, “আমার বারান্দা থেকে দেখি, বিশাল আগুনের গোলা আকাশে উঠছে। শব্দটা এত জোরে ছিল যে জানালাগুলো কেঁপে ওঠে।”
উল্লেখ্য, লাল কেল্লা ভারতের অন্যতম ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র, যেখানে প্রতিদিন হাজারো মানুষ ভ্রমণে আসেন।
তথ্যসূত্র: জনকন্ঠ



