কুমিল্লার মুরাদনগর থেকে যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ হঠাৎ কুমিল্লার মুরাদনগর থেকে ঢাকার ধানমন্ডি এলাকায় ভোটার হয়েছেন। রোববার তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকার থেকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কারণে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেছেন।
নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ওই এলাকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা নেই। তবে আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তনের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগের পর ধানমন্ডিতে থাকার পরিকল্পনা রয়েছে তার।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের জন্য সেই এলাকায় নিজস্ব বাড়ি বা সম্পত্তি থাকতে হবে, অথবা ভাড়াটিয়াদের ক্ষেত্রে বাড়ি ভাড়ার রশিদসহ চার ধরনের তথ্য প্রদান করতে হয়। কিন্তু আসিফ মাহমুদের ক্ষেত্রে, তিনি দীর্ঘ সময় ধরে মিন্টো রোডের সরকারি বাসায় থাকলেও আবেদন ফরমে উল্লেখ করেছেন, গত ৮ বছর ধরে নিউ মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকছেন।
বিবিসি বাংলার চেষ্টা সত্ত্বেও আসিফ মাহমুদ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ধানমন্ডি উপজেলা নির্বাচন কর্মকর্তা ওয়াজাহাত নূর বিষয়টিকে ব্যক্তিগত বলে উল্লেখ করেছেন।
সরকারের ওয়েবসাইটে দেখা যায়, আসিফ মাহমুদ ১৯৯৯ সালে কুমিল্লার মুরাদনগরে জন্মগ্রহণ করেন। ২০১৮ সালে ঢাকায় ভর্তি হয়ে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ২০২৪ সালের ৮ আগস্ট শপথ নেওয়ার পর থেকেই তিনি ঢাকার মিন্টো রোডে সরকারি বাসায় বসবাস করছেন। রোববার তিনি ধানমন্ডি এলাকার ভোটার হওয়ার জন্য আবেদন করেন এবং সোমবার তা কার্যকর হয়।
ভোটার এলাকা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় নথিপত্রে বিদ্যুৎ বিলের কপি থাকলেও হোল্ডিং ট্যাক্স বা ভাড়ার রশিদ মেলেনি। ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, প্রয়োজনীয় নথি জমা দিলে আবেদন নিষ্পত্তি করা হয়।
রাজনীতিতে আসিফ মাহমুদ সম্প্রতি জানিয়েছেন, ঢাকা তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা আছে তার। এখন পর্যন্ত তিনি কোন দল থেকে প্রার্থী হবেন তা নিশ্চিত করেননি, তবে পরিকল্পনা স্বতন্ত্রভাবে নির্বাচন করারই।
ঢাকা-১০ আসনে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি। আসিফ মাহমুদের ঢাকা-১০ থেকে নির্বাচনের সম্ভাবনা এবং বিএনপি সমর্থন নেবে কিনা বিষয়ক কোনো আনুষ্ঠানিক মন্তব্য দল থেকে আসেনি। তবে দলের অভ্যন্তরে আশঙ্কা রয়েছে যে আসিফ মাহমুদ বিএনপি বা হাইকমান্ডের সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নিতে পারেন।
কুমিল্লায় তার পূর্ব সক্রিয়তা থাকলেও বিএনপি মনোনীত প্রার্থী বিষয়ক অচল অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি শেষ পর্যন্ত ঢাকা থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা-১০ আসনে তার প্রার্থীতা বিএনপির অভ্যন্তরে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
তথ্যসূত্র: যুগান্তর



