শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত নাম মাথায় ঘুরবে: মীর স্নিগ্ধ

জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান (মুগ্ধ)-এর জমজ ভাই ও সদ্য বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) বলেছেন, শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি ‘মীর স্নিগ্ধ’ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, ‘অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয়, বরং বাংলাদেশের সাধারণ মানুষের, যারা বিগত ১৬ বছরে অত্যাচারিত হয়েছে। যতদিন পর্যন্ত এই খুনি হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতে ফাঁসিতে না ঝোলানো হবে, ততদিন সকাল-বিকেল, সজ্ঞানে কিংবা স্বপ্নেও তার নাম মাথায় ঘুরবে।’
তিনি আরও লেখেন, ‘যতবার এই নাম মুখে আসে, মনে রাখবেন—তা কেবল ঘৃণা থেকেই আসে। শেখ হাসিনা যতদিন ফাঁসিতে না ঝুলবে, ততদিন শান্তি নেই।’
সম্প্রতি বিএনপিতে যোগ দেন মীর স্নিগ্ধ। তিনি জানান, তরুণ প্রজন্ম ও জুলাই আন্দোলনের শহীদ–আহতদের জন্য বৃহৎ রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কাজ করার উদ্দেশ্যে তার এই সিদ্ধান্ত।
গত মঙ্গলবার বিএনপিতে যোগদানের পর তিনি বলেন, দলের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করতে পারবেন। বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখার সঙ্গে যুক্ত থেকে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।
আরেক পোস্টে তিনি উল্লেখ করেন, তার রাজনীতিতে আসার অন্যতম লক্ষ্য হলো জুলাই আন্দোলনকে সর্বোচ্চ পর্যায় থেকে প্রতিনিধিত্ব করা, শহীদ ও আহতদের কণ্ঠস্বর হওয়া এবং তরুণদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
তিনি জানান, তার ভাই মুগ্ধ বা পরিবারের কেউ রাজনীতিতে ছিলেন না। মুগ্ধকে ‘দেশের সম্পদ’ আখ্যা দিয়ে তিনি বলেন, সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত ও নিজ যোগ্যতায় তিনি রাজনীতিতে এসেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে তরুণদের প্রতিনিধিত্বের জন্য দলে চেয়েছেন, যা তার নিজের রাজনৈতিক আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায়।


