রাজনীতি

আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সব মামলা তুলে নেব: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল কোনো প্রতিশোধের রাজনীতি করতে চায় না এবং আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, “আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের লোক মামলা করেছে বলে আমরা মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকে, আমি কথা দিচ্ছি—সকল মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সব মামলা তুলে নেব।”

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের তাড়া খেয়ে শেখ হাসিনা দিল্লি পালিয়েছেন এবং সেখান থেকেও দেশের মানুষের ওপর দমন–পীড়নের পরিকল্পনা চলছে।

১৩ নভেম্বরের লকডাউন ডাকের পর কিছু অগ্নিকাণ্ডের ঘটনার প্রসঙ্গে ফখরুল বলেন, “অন্ধকারে এসে কয়েকটা বাস পুড়িয়ে ভয় দেখানো হচ্ছে। কিন্তু ভয় দেখিয়ে ১৫ বছর শাসন করা যায়নি, ভবিষ্যতেও যাবে না। শেখ হাসিনাকে বলব—আর পাগলামি করবেন না। জনগণের সামনে এসে দুই হাত তুলে ক্ষমা চাইবেন।”

তিনি আরও বলেন, জামায়াতসহ কয়েকটি দল জোর করে তাদের দাবি আদায়ের চেষ্টা করছে এবং রাজনৈতিক গণভোট (পিআর-ভোট) চায়—এগুলো বিএনপি মেনে নেবে না।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

তথ্যসূত্র: বিডি ২৪ লাইভ

এই বিভাগের অন্য খবর

Back to top button