খেলাধুলা

ভারতে আসছেন মেসি, কথা বলতে কত খরচ হবে জানেন?

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি আগামী ১৩ ডিসেম্বর ভারত সফরে আসছেন। এবারও তাকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা।

মেসির সফর শুরু হবে কলকাতার যুবভারতীয় ক্রীড়াঙ্গনে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে। এরপর ১৪ ডিসেম্বর মুম্বাই এবং ১৫ ডিসেম্বর দিল্লিতে অংশ নেবেন তিনি। সফরে ‘GOAT কাপ’ ও একটি কনসার্টেও অংশ নেবেন এই বিশ্বসেরা তারকা।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ইভেন্টের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। তবে মেসির সঙ্গে সেলফি তোলা ও হাত মেলানোর জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা রাখা হয়েছে।

১৪ বছর পর ভারতে আসছেন মেসি। ২০১১ সালে আর্জেন্টিনা দলের হয়ে কলকাতায় নাইজেরিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। এবার আসছেন একক সফরে, তাই তাকে ভক্তদের আরও কাছে আনতে বাড়তি আয়োজন করেছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মেসির সঙ্গে সাক্ষাতের জন্য ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন থাকবে, যা শুধুমাত্র আমন্ত্রিতদের জন্য। বিভিন্ন প্যাকেজে এই সুযোগ পাওয়া যাবে—

১. স্ট্যান্ডার্ড প্যাকেজ: মাথাপিছু ৯.৯৫ লাখ রুপি (+GST)। মেসির সঙ্গে কথা বলা, ছবি তোলা, অটোগ্রাফ জার্সি পাওয়া এবং লাঞ্চসহ সেলিব্রিটিদের সঙ্গে দেখা করার সুযোগ থাকবে।

২. ফাদার অ্যান্ড সন এক্সপেরিয়েন্স: বাবা ও এক সন্তান মিলে দেখা করতে পারবেন মেসির সঙ্গে। খরচ ১২.৫০ লাখ রুপি (+GST)। থাকছে দুইটি অটোগ্রাফ জার্সি, লাঞ্চ ও সেলিব্রিটি মিটআপ।

৩. ফ্যামিলি প্যাকেজ: পরিবারের চার সদস্য মেসির সঙ্গে দেখা করতে পারবেন ২৫ লাখ রুপিতে (+GST)। থাকছে কথা বলার সুযোগ, ছবি তোলা, চারটি অটোগ্রাফ জার্সি, খাবার ও সেলিব্রিটি সাক্ষাৎ।

৪. কর্পোরেট প্যাকেজ: কোনো সংস্থা চাইলে মেসির সঙ্গে তাদের ব্র্যান্ড প্রচার করতে পারবে। এতে সংস্থার ১০ জন প্রতিনিধি মেসির সঙ্গে সাক্ষাৎ ও ছবি তুলতে পারবেন। খরচ ৯৫ লাখ রুপি (+GST)।

সব প্যাকেজেই মেসির সঙ্গে একান্ত মুহূর্ত কাটানোর সুযোগ, অটোগ্রাফ জার্সি ও বিশেষ খাবারের আয়োজন থাকবে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button