তথ্য ও প্রযুক্তি

কেন ফলোয়ার তুলে নিচ্ছে ফেসবুক?

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তাদের প্ল্যাটফর্মে বড় পরিবর্তন আনছে। অনেক ব্যবহারকারী লক্ষ্য করেছেন, প্রোফাইল থেকে হঠাৎ ফলোয়ার সংখ্যা অদৃশ্য হয়ে গেছে বা নতুন কেউ ফলো করতে পারছেন না। বিষয়টি কোনো ত্রুটি নয়—এটি ফেসবুকের নতুন নীতির অংশ।

ফেসবুক জানিয়েছে, ব্যক্তিগত প্রোফাইল থেকে ‘পাবলিক ফলোয়ার’ ফিচার সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ, সাধারণ প্রোফাইল ব্যবহারকারীদের ফলোয়ার তালিকা আর দৃশ্যমান থাকবে না এবং কেউ নতুনভাবে তাদের ফলো করতে পারবে না। এখন থেকে ফলোয়ার রাখার সুযোগ কেবল ‘Professional Mode’ সক্রিয় প্রোফাইলের জন্যই থাকবে।

এই পরিবর্তনের উদ্দেশ্য হলো ব্যবহারকারীদের পেশাদার বা ক্রিয়েটর হিসেবে নিজেদের প্রোফাইল সাজাতে উৎসাহিত করা। পেশাদার মোড চালু করলে ব্যবহারকারীরা পাবলিকভাবে অনুসরণযোগ্য হবেন এবং ফেসবুকের বিভিন্ন Creator ToolsMonetization Options ব্যবহারের সুযোগ পাবেন। এর মাধ্যমে কনটেন্ট নির্মাতারা নিজেদের কাজ থেকে আয়ও করতে পারবেন।

যারা ইতিমধ্যেই ফেসবুকের নোটিফিকেশন পেয়েছেন, তারা সেখানে পেশাদার মোড সক্রিয় করার অপশন দেখবেন। নির্ধারিত সময়ের মধ্যে কেউ পদক্ষেপ না নিলে, ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে সেই প্রোফাইলকে পেশাদার মোডে রূপান্তর করতে পারে, যাতে আগের ফলোয়ার তালিকা বজায় থাকে।

তবে যারা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে ফেসবুক ব্যবহার করতে চান, তারা সাধারণ প্রোফাইল চালিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে তাদের পোস্ট কেবল বন্ধুদের জন্য দৃশ্যমান থাকবে, কিন্তু কোনো পাবলিক ফলোয়ার থাকবে না।

এই নতুন নীতির মাধ্যমে ফেসবুক এখন ব্যক্তিগত ও পেশাদার ব্যবহারকারীদের মধ্যে স্পষ্ট পার্থক্য আনছে। যারা বেশি মানুষের কাছে পৌঁছাতে এবং ক্রিয়েটর সুবিধা পেতে চান, তাদের পেশাদার মোডে স্যুইচ করতে হবে। অন্যদিকে যারা সীমিত পরিসরে থাকতে চান, তারা সাধারণ প্রোফাইলেই থাকবেন—তবে ফলোয়ার ফিচার আর থাকবে না।

এই বিভাগের অন্য খবর

Back to top button