অর্থ ও বানিজ্য

১২টি গ্রুপে ভাগ হবে দেশের ব্যাংক: গভর্নর

দেশের ৬১টি বাণিজ্যিক ব্যাংককে ঝুঁকি ও ব্যবসার ধরন অনুযায়ী ১২টি গ্রুপে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, ইতোমধ্যে ২০টি ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা সম্পন্ন হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাকি ব্যাংকগুলোর নিরীক্ষা শেষ হবে। ২০২৬ সালের জানুয়ারি থেকে রিস্ক বেইসড সুপারভিশন কার্যক্রম শুরু হবে।

গভর্নর আরও বলেন, “রাজনৈতিকভাবে আর্থিক খাতের ওপর চাপ মোকাবিলার জন্য রাজনৈতিক পরিবেশকে পরিশুদ্ধ করতে হবে। কেবল প্রাতিষ্ঠানিক নজরদারি দিয়ে এ ঝুঁকি সামাল দেওয়া সম্ভব নয়।”

এই বিভাগের অন্য খবর

Back to top button