জাতীয়
প্রধান খবর

সপরিবারে শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫০ বছর আজ

আজ ১৫ আগস্ট, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে, ভোরের নৃশংসতায় ঢাকা ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বাসভবনে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে।

ঘটনার ভোরে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন পুত্র শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, একমাত্র ভাই শেখ আবু নাসেরসহ পরিবারের ১৬ জন ও আত্মীয়স্বজন। বঙ্গবন্ধুর প্রাণ রক্ষায় ছুটে আসা কর্নেল জামিল, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হকও নিহত হন।

সেই কালরাতে আলাদা হামলায় প্রাণ হারান যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তাঁর পরিবার ও ঘনিষ্ঠজনরা।

বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।
আজ অর্ধশতাব্দী পরও, জাতি শ্রদ্ধা, ভালোবাসা ও গভীর বেদনায় স্মরণ করছে সেই কালরাতের শোকগাঁথা।

১৯৯৬ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ওই বছর রাষ্ট্রীয়ভাবে প্রথম শোক দিবস পালনের সিদ্ধান্ত হয়। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় এলে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়। তবে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আবারও ১৫ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ায়ী লীগ সরকারের পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিল করে।

এই বিভাগের অন্য খবর

Back to top button