প্রধান খবরবগুড়া

বগুড়ায় র‍্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেফতার

গত ৮ সেপ্টেম্বর সকালে মো. রাকিবুল ইসলাম মুসা (২২) সারিয়াকান্দি থানার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর দাঁড়ালে অজ্ঞাত আসামিরা চাকু দেখিয়ে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে এক লাখ দশ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় ।

ওই ঘটনায় সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের হয়। অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়। ঘটনার পর থেকেই র‌্যাব অপহরণকারীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি শুরু করে।

এর মধ্যেই পুলিশ এজাহারনামীয় আসামী মো. সাদনান ইসরাক স্বাধীনকে (২৩) গ্রেফতার করলে জানায় তার সাথে মোটরসাইকেলে সহযোগী হিসেবে মো. সাইমুন ইসলাম রিফাত (২২) ছিল।

এর ফলশ্রুতিতে রবিবার (১ অক্টোবর) ব্যাপক অভিযানের পর র‍্যাব আসামি মো. সাইমুন ইসলাম রিফাতকে (২২) শাজাহানপুর থানাধীন মাঝিড়া এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button