প্রধান খবরবগুড়া

বগুড়ায় বিসিএস শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি পালন

বৈষম্য নিরসনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছয় দফা দাবি আদায়ে বগুড়াতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল থেকে সব সরকারি কলেজ ও মাদ্রাসায় শিক্ষাদান কার্যক্রম বন্ধ রয়েছে।

সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজসহ বগুড়ার ৮ কলেজ ও একটি মাদ্রাসায় কর্মবিরতি পালন করছেন ৪ শতাধিক শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা। বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।

ক্যাডার বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন, ক্যাডার কম্পোজিশন রুলসের সুরক্ষা, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত পদ থেকে বহির্ভূতদের প্রত্যাহার, সুপার নিউমারারি পদে দ্রুত পদোন্নতিসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন নিয়োগ বিধি বাতিলের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন গেজেটভুক্ত শিক্ষকরা।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button