বগুড়া সদর উপজেলা
প্রধান খবর

বগুড়ায় তিন দিনের নিখোঁজ শেষে মিলল সৌমিকের মরদেহ

তিন দিন নিখোঁজ থাকার পর বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক বোট ক্লাবের লেকে পাওয়া গেলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিকের (৩০) নিথর দেহ।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবার নিশ্চিত করেছে, এটি তাদের প্রিয় সৌমিক—যিনি ভবিষ্যতের স্বপ্ন বুকে নিয়ে হারিয়ে গিয়েছিলেন অজানার অন্ধকারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের মেধাবী ছাত্র সৌমিক উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার বোচারপুকুর গ্রামে হলেও দীর্ঘদিন ধরে তিনি শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করছিলেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের কিছু না জানিয়ে হাঁটতে বের হন সৌমিক। তারপর থেকেই তিনি নিখোঁজ। পরদিন বাবা তৌফিকুর রহমান বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর–২১৫২) করেন।

তবে সেই সন্ধ্যার হাঁটা যে শেষ হাঁটা হবে, কে জানত! পরিবার, বন্ধুবান্ধব ও পাড়া-প্রতিবেশীদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিন দিন পরই মিলল তার দেহ—নিঃশব্দে ভেসে থাকা এক করুণ বার্তা নিয়ে।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, “মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এই মৃত্যুর পেছনে কোনো দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য আছে—তা খতিয়ে দেখছে পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button