
নিজস্ব প্রতিবেদক: বগুড়া শহরে একটি ছাত্রাবাস থেকে মোহাম্মদ তারিকুল ইসলাম তোহা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ জুলাই) সকালে সেউজগাড়ী এলাকার তার লাশ পাওয়া যায়।
তোহা গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলার তাহির গ্রামের মোহাম্মদ মনিরুজ্জামানের ছেলে। তিনি করতোয়া মাল্টিমিডিয়া স্কুল ও কলেজ থেকে চলতি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তারিকুল ইসলাম তোহা সেউজগাড়ী এলাকার একটি ছাত্রাবাসে থেকে পড়ালেখা করতেন। ছাত্রাবাসে তিনি একটি রুমে একাই থাকতেন। রোববার এইচএসসি পরীক্ষাও দিয়েছেন তোহা। সকালে ছাত্রাবাসের অন্য শিক্ষার্থীরা জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। তবে তার মৃত্যুর কারণ কেউ বলতে পারছেন না।
মেস মালিকের বড় ভাই জানান, আজ সকালে তোহার এক বন্ধুর ফোনে মেসের ছাত্ররা জানতে পারে যে সে গলায় ফাঁস নেয়ার কথা বলছে। ঘটনা জানতে মেসের ছাত্ররা তোহার রুমে গিয়ে দেখে দরজা বন্ধ। ডাকাডাকি করলেও সাড়া দিচ্ছে না। পরে জানালা খুলে দেখে তোহার লাশ ঘরের সিলিংয়ের সাথে ঝুলছে। এই অবস্থা দেখে পরিবার ও পুলিশকে খবর দেয়া হয়।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে স্টেডিয়াম ফাঁড়ির এসআই আজাহার ইসলাম বলেন, আমরা ঝুলন্ত অবস্থায় তোহা নামে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করি। পরিবারের সাথে আমাদের কথা হয়েছে। মৃত্যুর কারণ সম্পর্কে তারা কিছু জানাতে পারেনি। তাদের কোনো অভিযোগ নেই। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য আমরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।