শিবগঞ্জ উপজেলা
প্রধান খবর

বগুড়ায় চালকলে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে নিয়ম বহির্ভূতভাবে চাল বিক্রয়ের অপরাধে মেসার্স রজীব এন্ড ব্রাদার্স অটো রাইস মিলে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার উপজেলার বুড়িগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা শাখার সহকারী পরিচালক মেহেদী হাসান এই জরিমানা করেন।

চালের ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য পরিদর্শক এবং ক্যাবের (কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাধারণ সম্পাদকের সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের একটি দলও সহযোগিতা করে।

সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, মেসার্স রজীব এন্ড ব্রাদার্স অটো রাইস মিল দুই মাস আগে কেনা ধান থেকে উৎপাদিত চাল এখনও গুদামজাত করে রেখেছে। পূর্বে কেনা ধানের মূল্যে এই চাল বিক্রি করার কথা থাকলেও তা করা হয়নি। এছাড়াও, দুই মাস আগে উৎপাদিত চালে বর্তমানের উৎপাদনের তারিখ ব্যবহার করা হয়েছে, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী।

এই কর্মকর্তা বলেন, এসব অস্বচ্ছতার কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে, প্রতিষ্ঠানটিকে ধানের ক্রয়মূল্য অনুযায়ী চাল বিক্রয়ের নির্দেশও দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, গত সপ্তাহে বগুড়া জেলার চালের বাজার হিসেবে পরিচিত গোদারপাড়া এবং উপশহরের কয়েকটি দোকানে তদারকি করার সময় লক্ষ্য করা যায় যে, কিছু প্রতিষ্ঠান অল্প সময়ের মধ্যেই চালের বস্তাপ্রতি ১৫০ থেকে ২০০ টাকা মূল্য বৃদ্ধি করেছে। এই বিষয়টি খতিয়ে দেখতেই আজকের এই অভিযান পরিচালনা করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button