
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায়, গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এ হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা— এমন অভিযোগ এনসিপির।
হামলার ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। সহিংসতা ছড়িয়ে পড়ায় গোপালগঞ্জ জেলা প্রশাসন শহরে ১৪৪ ধারা জারি করেছে।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা বর্তমানে রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুপুর আড়াইটার দিকে এনসিপির গাড়িবহর ওই এলাকা অতিক্রম করার সময় ইট-পাটকেল ছুড়ে হামলা চালানো হয়।
পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করলেও সংঘর্ষ থামেনি। পুলিশের সঙ্গে হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
এ সময় সমাবেশস্থলের মঞ্চ এবং চেয়ারগুলো রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। শহরের দোকানপাট বন্ধ হয়ে গেছে এবং যান চলাচলও পুরোপুরি বন্ধ রয়েছে।
এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।