সারাদেশ

আজও গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জ জেলায় রবিবার (২১ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জেলা প্রশাসনের জারি করা আদেশ অনুযায়ী, উল্লিখিত সময়ে ও স্থানে কোনো ধরনের সভা, মিছিল, সমাবেশ, অস্ত্র বা বিস্ফোরক বহন, মাইক ব্যবহারসহ জনশান্তি বিঘ্নকারী কার্যক্রম এবং চারজনের অধিক লোকের একসঙ্গে চলাচল নিষিদ্ধ থাকবে।

তবে পরীক্ষার্থীদের চলাচল, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, সরকারি অফিস এবং জরুরি সেবা এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।

শনিবার রাত সোয়া ১১টার দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আদেশটি জারি করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button