সারাদেশ
প্রধান খবর

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।

এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

জানা গেছে, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসের পাশেই বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিট—উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের—দুর্ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, আকাশে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে এবং দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ স্থানীয় জনতার ভিড় জমেছে।

এখনো হতাহতের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

এই বিভাগের অন্য খবর

Back to top button