স্বাস্থ্য
প্রধান খবর

থামছেই না ডেঙ্গুর প্রকোপ, আরও ৩ জনের মৃত্যু

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। একই সময়ে নতুন করে ৩৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে চট্টগ্রাম বিভাগে দুইজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ১৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে ঢাকা বিভাগে ৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮ জন, খুলনা বিভাগে ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন নতুন করে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত মারা যাওয়া ৭৩ জনের মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এছাড়া বরিশাল বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন, খুলনা বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগে একজন করে মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এই বিভাগের অন্য খবর

Back to top button