আইন ও অপরাধ
প্রধান খবর

শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফিরিয়ে আনার কাজ শুরু

দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভাগনি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার জন্য কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

শেখ হাসিনাকে ফেরত আনতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কিনা জানতে চাইলে দুদক কমিশনার বলেন, রেড অ্যালার্ট নিয়ে আমার কোনো ধারণা নেই। এটি এখনো কমিশনে আলোচিত হয়নি।

যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছি। যা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) বলা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা বিদেশি অ্যাম্বাসিসহ বাংলাদেশের অ্যাম্বাসিতে যাবে। সেই কাজ আমরা শুরু করেছি। তবে দেশে কীভাবে ফেরানো যায়, এর আইনি প্রক্রিয়া সম্পর্কে বলতে পারছি না।

তিনি আরও বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে টিউলিপের বিরুদ্ধে মামলা হয়েছে। তার বাংলাদেশি ঠিকানায় আমরা চিঠিপত্র পাঠিয়েছি। তাকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনা করছি না।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা হয়।

ক্ষমতার প্রভাব খাটিয়ে জালিয়াতির মাধ্যমে রাজউকের আবাসন প্রকল্পে ১০ কাঠা করে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ ওঠে হাসিনার পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ছয়টি মামলা করে দুদক।

এই বিভাগের অন্য খবর

Back to top button