আদমদিঘী উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ১১৫ বস্তা সরকারি চাল জব্দ, গুদাম সিলগালা

সিলগালা করা গুদাম। ছবি সূত্র: প্রতিদিনের সংবাদ

বগুড়ার আদমদীঘি উপজেলার গো-হাট জামে মসজিদ সংলগ্ন একটি গুদাম ঘর থেকে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১১৫ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে গুদামটি সিলগালা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিম্ন আয়ের পরিবারের জন্য ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। চলতি আগস্ট মাসের চাল বিক্রি প্রায় শেষ পর্যায়ে থাকলেও উপজেলা সদরের সরকারি ডিলার আব্দুস সাত্তার সরকার ভোক্তাদের চাল না দিয়ে টাকা আদায় করে তা কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে প্রায় দুই কিলোমিটার দূরের ওই গুদামে মজুত করেন।

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। জিজ্ঞাসাবাদের সময় সন্তোষজনক জবাব দিতে না পারায় ডিলারের কাছ থেকে চাল জব্দ ও গুদাম ঘর সিলগালা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা জানান, চাল জব্দ করে গুদাম সিলগালা করা হয়েছে। ডিলার আব্দুস সাত্তারের কাছ থেকে গত তিন কার্যদিবসের বিক্রির মাস্টাররোল তলব করা হয়েছে। যাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: প্রতিদিনের সংবাদ

এই বিভাগের অন্য খবর

Back to top button