আন্তর্জাতিক খবর

নরওয়েতে পা রাখলেই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নরওয়ে। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিচ ঘোষণা করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে।

বুধবার প্রকাশিত মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ২১ নভেম্বর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ক্রাভিচ জানান, আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে নরওয়ের এই পরোয়ানা কার্যকরের আইনি বাধ্যবাধকতা রয়েছে এবং নেতানিয়াহু নরওয়েতে নামলেই গ্রেপ্তার দেখানো হবে।

তিনি আরও বলেন, এ পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রতি নরওয়ের প্রতিশ্রুতি ও আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার পূর্ণ সমর্থনকে প্রতিফলিত করবে।

এর আগে, ২০২৪ সালের মে মাসে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান নেতানিয়াহু, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই একই বছরের ২১ নভেম্বর নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা জারি হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button