বগুড়া লাইভ - আপডেট
ঐতিহাসিক ও মহান মে দিবস আজ

মহান মে দিবস আজ। শ্রমিকদের কর্মবিরতির দিন। শ্রমিকেরা যে আমাদের সমাজে কত বড় ভূমিকা পালন করে তা হয়ত আমরা ভুলে যাই।
ঘরে বসে যখন আমরা প্রায় ৪০ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারি না ঠিক সেই সময়েই কিন্তু শ্রমিকরা অক্লান্ত পরিশ্রম করে ঘাম ঝরান।
অনেকসময় হয়ত আমরা তাদের প্রাপ্য সম্মানটুকুও তাদের দেই না। সামান্য মজুরির জন্য রোদে পুড়ে, বৃষ্টি উপেক্ষা করে যারা কাজ করে জীবিকা নির্বাহ করেন সেই মহান শ্রমিকদের সেই মহান মানুষদের প্রতি শ্রদ্ধা।
অ্যামস্টারডামে ১৯০৪ সালে সমাজতন্ত্রীদের সম্মেলনে কর্মঘণ্টা আট করার দাবি আদায়ে, বিশ্বজুড়ে পহেলা মে মিছিল ও শোভাযাত্রা আয়োজনের ডাক আসে।
সেই থেকে প্রতিবছর বিশ্বের প্রায় ৮০টি দেশে শ্রমিকদের অধিকার আদায়ের এই দিন মহান মে দিবস হিসেবে পালন করা হয়।