করোনা আপডেটজাতীয়প্রধান খবর

দেশে করোনায় মৃত্যু আরও ৩৬ জন, তবে কমেছে শনাক্তের হার

দেশে গেলো ২৪ ঘণ্টায় কোভিডে আক্রান্ত হয়ে আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ১৯৩ জন।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ।

অন্যদিকে, সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ২০৩ জন গত ২৪ ঘণ্টায় । তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে নারী ১৯ জন, পুরুষ ১৭ জন।

এর মধ্যে ১৩ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ৬, খুলনায় ৭, বরিশালে ৩, সিলেটে ও ময়মনসিংহে একজন করে মারা গেছেন।

বিশ্বব্যাপী করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়তে শুরু করার পর বাংলাদেশেও দৈনিক শনাক্তের সংখ্যা বাড়তে শুরু করে। দেশে আগের সপ্তাহের তুলনায় গেলো এক সপ্তাহে রোগী বেড়েছে ২২৮ শতাংশ।

এসএ//

এই বিভাগের অন্য খবর

Back to top button