প্রধান খবরবগুড়া

বগুড়ায় নৈশপ্রহরীর লাশ উদ্ধার

বগুড়া জেলা শহরের বিসিক এলাকা থেকে আব্দুল বাসেদ নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আব্দুল বাসেদ গাবতলী উপজেলার পাইকার পাড়ার রফিকুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওয়ালীউল্লাহ জানিয়েছেন, ৪ সেপ্টেম্বর রাতেই তার মৃত্যু হয়। কোম্পানির পাশের এক জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর রহস্য জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button