জাতীয়
প্রধান খবর

বাংলাদেশে বড় ধরনের বন্যার আশঙ্কা, সতর্ক করলেন আবহাওয়াবিদ

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, চলতি মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ বড় ধরনের বন্যার মুখে পড়তে পারে। তার মতে, গত পাঁচ বছরের মধ্যে এবারের বন্যা সবচেয়ে ভয়াবহ হতে পারে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আশঙ্কার কথা জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, ২০২০ সালের পর দেশে প্রকৃত অর্থে বড় কোনো বর্ষাকালীন বন্যা হয়নি। ২০২২ সালে সিলেটে এবং ২০২৪ সালে চট্টগ্রামে যে বন্যা হয়েছিল, তা ছিল পাহাড়ি ঢল বা ফ্ল্যাশ ফ্লাড।

মোস্তফা কামাল পলাশ লিখেছেন, বর্ষাকালের স্বাভাবিক বন্যা বলতে বোঝানো হয় ভারতের গঙ্গা নদী অববাহিকা হয়ে বাংলাদেশের পদ্মা নদীতে প্রবেশ করে উপকূলবর্তী জেলাগুলো প্লাবিত হওয়া, এবং তিস্তা-ব্রহ্মপুত্র-যমুনা নদীর তীরবর্তী জেলাগুলোর বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে যাওয়া।

তার পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের সম্ভাব্য এ বন্যায় পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরবর্তী ২০ থেকে ৩০টি জেলা প্লাবিত হতে পারে। বন্যাটি আগস্টের ১৫ তারিখের পর থেকে সেপ্টেম্বরের ১০ তারিখের মধ্যে এসব এলাকায় আঘাত হানতে পারে। তিনি আশা প্রকাশ করেছেন, তার পূর্বাভাস ভুল প্রমাণিত হোক এবং দেশ বড় কোনো বন্যার সম্মুখীন না হোক।

পোস্টের শেষ দিকে তিনি বড় ধরনের বন্যার আশঙ্কা নিয়ে তথ্য-প্রমাণ ও বিশ্লেষণসহ একটি গবেষণামূলক নিবন্ধ ‘আবহাওয়া ডট কম’ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বলেও উল্লেখ করেছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button