জাতীয়

ঘুরে দাঁড়াচ্ছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

অনিয়ম ও অব্যবস্থাপনায় ধুঁকতে থাকা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নমূলক আর্থিক প্রতিষ্ঠান আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ফের ঘুরে দাঁড়াচ্ছে। গত এক বছরে নেয়া নীতিগত ও কৌশলগত সিদ্ধান্তের ফলে পুনরুদ্ধারের পথে রয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে এক ব্রিফিংয়ে ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, ৬০ লাখ সদস্যের জীবনমান উন্নয়নে কাজ করছে ব্যাংকটি। তবে গত ১০-১৫ বছরের বিভিন্ন অনিয়ম ও অদক্ষ জনবলের কারণে আর্থিক লেনদেন নিম্নমুখী হয় এবং ‘ক্লাসিফাইড লোন’ বেড়ে দাঁড়ায় ২৫ শতাংশে।

চেয়ারম্যান জানান, গত এক বছরের কৌশলগত উদ্যোগে পরিস্থিতির উন্নতি হয়েছে। আগামীতে আরও সংস্কারের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের জীবনমানে দৃশ্যমান পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করবে ব্যাংকটি।

এই বিভাগের অন্য খবর

Back to top button