জাতীয়
কাতারে ইসরায়েলি হামলা, প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

ছবি: সংগৃহীত
কাতারের দোহায় মিসাইল হামলার পর দেশটিতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে এবং কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের নির্দেশনা মেনে চলতে প্রবাসীদের প্রতি অনুরোধ করা হচ্ছে।
দূতাবাস আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও প্রকাশ কাতারের প্রচলিত আইনের পরিপন্থী।
জরুরি প্রয়োজনে প্রবাসীদের 33662000 অথবা দূতাবাসের হটলাইন নম্বর +974 এবং ই-মেইল mission.doha@mofa.gov.bd এ যোগাযোগ করতে বলা হয়েছে।