ধুনট উপজেলা
প্রধান খবর

বগুড়ায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু

বগুড়ার ধুনটে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাজেরা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাজেরা খাতুন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ি গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

জানা গেছে, হাজেরা খাতুন ও তার ছেলে বিদ্যুৎ হোসেন এবং ছেলের বউ শিল্পী খাতুন মঙ্গলবার নিজ বাড়িতে ডায়রিয়ায় আক্রান্ত হয়। পরে স্বজনরা হাজেরা ও শিল্পী খাতুনকে বুধবার সকালে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাজেরার মৃত্যু হয়।

এছাড়া ডায়রিয়ায় আক্রান্ত বিদ্যুৎ হোসেনকে স্থানীয় ডাক্তারখানায় চিকিৎসা দেয়া হয়েছে।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কমিউনিটি মেডিকেল অফিসার সংবাদমাধ্যমকে বলেন, খাদ্য বিষক্রিয়ায় অসুস্থ হয়ে একই পরিবারের বউ-শাশুড়ি হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ি মারা গেছেন এবং বউ চিকিৎসাধীন রয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button