বগুড়ায় বাস-পিকআপ সংঘর্ষে নিহত এক, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।
আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে আছে।
এর আগে, এদিন সকাল ৯ টার দিকে নন্দীগ্রামের বগুড়া-নাটোর মহাসড়কের সরকারি মহিলা কলেজের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
বগুড়া কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশের ওসি মো. আব্বাস আলী বলেন, সকালে বৃষ্টিপাতের সময় নওগাঁগামী সোহাগ পরিবহনের এক বাসের সঙ্গে বিপরীতগামী পিকআপের সংঘর্ষ ঘটে। এসময় চারজন আহত হন। তাদেরকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন বলেন, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের মর্গে তার লাশ রয়েছে।