
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত পূর্বের নিয়মে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে, তখনই নির্বাচন তারিখ, মনোনয়নপত্রসহ সংশ্লিষ্ট সব তথ্য জানা যাবে।
শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিইসি নাসির উদ্দিন বলেন, “সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ও অপতথ্য ছড়ানো এবং এআই-এর অপব্যবহার আসন্ন নির্বাচনের বড় চ্যালেঞ্জ। এটি আধুনিক যুগের নতুন হুমকি। পাশাপাশি, নির্বাচন নিয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনা ও ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।”
তিনি আরও বলেন, “সবার সহযোগিতায় আমরা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। বিদ্যমান আইন পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের নিয়মেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
নির্বাচনের সময় নিয়ে প্রশ্নের জবাবে সিইসি জানান, “নির্বাচনের তারিখ ঘোষিত হলে তখনই জানা যাবে কবে নির্বাচন হবে। এর আগে বলা সম্ভব নয়। তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কমিশনের অধীনে আসবে।”
ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, “ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা আমরা বলিনি। প্রধান উপদেষ্টা কেবল বিভিন্ন দপ্তরকে ওই সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।”
তিনি আরও বলেন, “আমরা কোনো দলীয় সরকারের অধীনে নই, একটি অন্তর্বর্তী সরকারের অধীনে আছি। তাই কোনো রাজনৈতিক চাপ নেই। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।”