বগুড়া জেলা
প্রধান খবর

বগুড়ায় স্বপনের সহযোগী রানা গ্রেফতার

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার পলাতক আসামী এনামুল হক রানা গ্রেফতার হয়েছেন।

বুধবার (২১ মে) রাত ৮টা ৩০ মিনিটে বগুড়ার গাবতলি থানাধীন দোয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান।

গ্রেফতারকৃত এনামুল হক রানা (২২) বগুড়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি স্বপনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি গাবতলি উপজেলার দোয়ারপাড়া গ্রামের মৃত জসু প্রামানিকের ছেলে।

জেলা গোয়েন্দা সূত্রে জানা যায়, এনামুল হক রানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামী। তাকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button